২০ জুন থেকে বাজারে মিলবে হাড়িভাঙ্গা আম
৭ মে ২০২৩ ০৯:৩৭ | আপডেট: ৭ মে ২০২৩ ১৫:২২
রংপুর: আগামী ২০ জুন থেকে বাজারে পাওয়া যাবে রংপুরের জনপ্রিয় ও সুস্বাদু হাড়িভাঙ্গা আম। তবে আবহাওয়া প্রতিকূলে বা প্রচণ্ড গরম থাকলে সপ্তাহখানেক আগেও বাণিজ্যিকভাবে বাজারে পাওয়া যাবে সারাদেশে জনপ্রিয়তার তালিকায় থাকা এই আম।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
হাড়িভাঙ্গা আঁশবিহীন একপ্রকারের সুস্বাদু আম। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় এই আম রংপুরের অন্যতম ঐতিহ্য। রংপুরে এবার ১ হাজার ৯০৫ হেক্টর জমিতে এই আম চাষ হয়েছে।
শুরুতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জসহ কয়েকটি এলাকায় ব্যাপক হাড়িভাঙ্গা আমের চাষ হলেও জনপ্রিয়তার কারণে এখন রংপুরের পীরগঞ্জ, বদরগঞ্জ, তারাগঞ্জ, নীলফামারীর সৈয়দপুর, সদর, দিনাজপুরের পার্বতীপুর, খানসামা, চিরিরবন্দরসহ বিভাগের অন্যান্য উপজেলায় ব্যক্তি ও বাণিজ্যিক ভিত্তিতে গড়ে উঠেছে এই আম বাগান।
সারাবাংলা/এমও