Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমকালো অভিষেকে চার্লসের মাথায় রাজমুকুট

আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৩ ১৮:৩৬ | আপডেট: ৭ মে ২০২৩ ০৯:৪৭

যুক্তরাজ্যের সিংহাসনে রাজ্যাভিষেক হলো রাজা তৃতীয় চার্লসের। শনিবার (৬ মে) ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে প্রায় ১০০ বিশ্বনেতার সামনে রাজমুকুট পরে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন তিনি। একইসঙ্গে কুইন কনসর্ট ক্যামিলারও রাজ্যাভিষেক হয়েছে।

শনিবার নানা আনুষ্ঠানিকতার মধ্যে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হয়। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে জমকালো এ অনুষ্ঠান। বিশ্বজুড়ে টেলিভিশন সেটে লাখো মানুষ অনুষ্ঠান সরাসরি উপভোগ করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। এছাড়া ওয়েস্টমিনিস্টার অ্যাবের আশেপাশে প্রায় ৫ হাজার মানুষ উপস্থিতি থেকে অভিষেকের দিন রাজাকে অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজা তৃতীয় চার্লসকে শপথ পড়ান। পরে রাজা ১৪ শতকের ঐতিহাসিক রাজসিংহাসনে বসেন। এসময় রাজার মাথায় ৩৬০ বছরের পুরনো সেন্ট এডওয়ার্ডের রাজমুকুট পরিয়ে দেন আর্চবিশপ।

শনিবার দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে মুকুট পরেন তৃতীয় চার্লসের দ্বিতীয় স্ত্রী ৭৫ বছর বয়সী কুইন কনসর্ট ক্যামিলাও। এর মাধ্যমে ৭০ বছর পর আবার ব্রিটেনে রাজা-রানির আমল শুরু হলো।

গত বছরের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। ৭০ বছর ধরে ব্রিটেনের প্রিন্স হিসেবে রাজসিংহাসনের অপেক্ষায় থাকা চার্লস রানির মৃত্যুর পরপরই রাজার দায়িত্ব নেন। সে সময় তিনি যুক্তরাজ্যসহ ১৫টি দেশের রাজা হন। আজ শনিবার সিংহাসনে তার আনুষ্ঠানিক অভিষেক হলো।

সারাবাংলা/আইই

কুইন কনসর্ট রাজা তৃতীয় চার্লস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর