Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ঢাবির ভর্তি পরীক্ষা: খুশি বিভাগীয় শহরের পরীক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৩ ১৭:৪৯ | আপডেট: ৬ মে ২০২৩ ১৮:০১

রংপুর: উৎসবমুখর পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ তিনটি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাবি কর্তৃক প্রকাশিত তথ্যানুযায়ী, রংপুর বিভাগে বেরোবিসহ তিনটি কেন্দ্রে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ১০ হাজার ২৯৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে বেরোবি কেন্দ্রে তিন হাজার ৮২৫ জন, রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজে চার হাজার ৯৬৮ জন এবং মিলেনিয়াম স্টারস স্কু্লে এক হাজার ৫০০ জন অংশ নেয়।

বছর দুয়েক আগে করোনা পরিস্থিতির কারণে সংক্রমণ রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাবি ছাড়া বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এ কারণে অভিভাবক ও ভর্তিচ্ছুরা হয়রানি থেকে রক্ষা পায়। তবে গত বছরের মতো এবারও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পরেও বিভাগীয় শহরে কেন্দ্র বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছে অভিভাবক ও ভর্তিচ্ছুরা। এ জন্য গত বছরের মতো এবারও ঢাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে এসে পরীক্ষা দিতে পেরে খুশি এ অঞ্চলের শিক্ষার্থী। এদের সঙ্গে খুশি অভিভাবকরাও।

লালমনিরহাটের বুড়িমারী থেকে আসা এক ভর্তি পরীক্ষার্থীর অভিভাবক বলেন, ‘বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন করায় প্রথমেই ঢাবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ নিজ বিভাগে পরীক্ষা হওয়ায় দীর্ঘ ক্লান্তিকর জার্নি থেকে ভোগান্তি ও আর্থিক সাশ্রয় দুটোই লাঘব হয়েছে। তাই আশা করছি এ ধারা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু খাদিমুল ইসলাম বলেন, ‘বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারায় খুব ভালো লাগছে। কোনো অভিভাবক ছাড়াই একাই এসে পরীক্ষা দিয়েছি। তা না হলে ঢাকায় যেতে হলে একজন অভিভাবক নিয়ে যেতে হতো এবং কিছুটা আর্থিক খরচও হতো।’

হারুন চৌধুরী নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘কেন্দ্র বিভাগীয় শহরে পরীক্ষার্থীদের স্বস্তি এনে দিয়েছে। ঢাকায় কেন্দ্র হলে যাতায়াত, জ্যাম, আবাসন সব নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। যা পরীক্ষায় প্রভাব ফেলে।’

বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ বলেন, ‘বেরোবিসহ তিনটি কেন্দ্রেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের হয়রানি কমেছে। আমরা সুষ্টুভাবে পরীক্ষা নিতে পেরেছি, আগামীতেও পারব।’

সারাবাংলা/ইআ

ঢাবি ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর