বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা
৬ মে ২০২৩ ১৫:০৬ | আপডেট: ৬ মে ২০২৩ ১৯:৫৩
ঢাকা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ লঘুচাপের সৃষ্টি হতে পারে। আর এই লঘুচাপের কারণে দেশের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। সে জন্য উপকূলীয় নদীবন্দগুলোকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৬ মে) আবহাওয়া অধিদফতর (বিএমডি) থেকে এই সতর্কাবস্থা দেখাতে বলা হয়েছে।
বিএমডি’র দৈনিক প্রতিবেদন অনুযায়ী— যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরেক প্রতিবেদনে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তিনি আরও জানান, আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ ৭ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ মাইজদি কোর্টে সর্বোচ্চ ৫৩ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহে একটি ঘূর্ণিঝড় আসার পূর্বাভাস দিয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম-জিএফএস। ঘূর্ণিঝড়টির নাম মোকা (Mocha)।
এ প্রসঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আমরা এমন একটি অ্যালার্ট পেয়েছি। তবে সেটি কতটা বিপজ্জনক বা ঘনীভূত হতে পারে সে সম্পর্কে এখনি কিছু বলা যাচ্ছে না, তবে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে।
বিষয়টি সম্পর্কে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ শনিবার (৬ মে) তার ফেইসবুকের এক পোস্টে লিখেছেন, শনিবার ৬ মে উপকূলীয় জেলাগুলোয় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জাপানের কৃত্রিম ভূ-উপগৃহ থেকে পাওয়া একটি ছবিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, উপকূলীয় আকাশ ঘন মেঘে ঢাকা দেখা যাচ্ছে। আজ খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও লিখেছেন, শনিবার দক্ষিণ বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকা এর সৃষ্টির প্রাথমিক পর্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আগামী সোমবার ও মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
সারাবাংলা/জেআর/একে