Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে বন্দরে ‘এমভি আনকা সান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৩ ১৪:০৭ | আপডেট: ৬ মে ২০২৩ ১৫:৫৯

বাগেরহাট: পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে ‘এমভি আনকা সান’ নামে একটি বিদেশি জাহাজ। শনিবার (৬ মে) দুপুর সাড়ে বারোটার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং এজেন্টের খুলনার ব্যবস্থাপক (অপারেশন) সাধন কুমার চক্রবর্তী জানান, ‘গত ৩ এপ্রিল রাশিয়ার নোভরোসিস্ক বন্দর থেকে এক হাজার ৬২৭.৯০৪ মেট্রিক টন পণ্য নিয়ে জাহাজটি ছেড়ে আসে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এই পণ্য আনা হচ্ছে।

এই মালামাল ২৪ ঘণ্টার মধ্যে খালাস করে সড়কপথে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, গত ২৫ এপ্রিল ২ হাজার ৫২২ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছিল রুশ পতাকাবাহী জাহাজ ‘এমভি ইয়ামাল ওরল্যান’।

সারাবাংলা/এনআর/এমও

এমভি আনকা সান টপ নিউজ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর বিদ্যুৎকেন্দ্র

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর