Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনি অনেক বড় অনুপ্রেরণা— শেখ হাসিনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

সারাবাংলা ডেস্ক
৬ মে ২০২৩ ১৩:৪০ | আপডেট: ৬ মে ২০২৩ ১৪:০১

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বড় অনুপ্রেরণা বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তার নিজের দু’টি মেয়ে এবং স্ত্রীও শেখ হাসিনার ভক্ত বলেও জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে শুক্রবার (৫ মে) স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের ব্রিফ করেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

হাইকমিশনার সাইদা মুনা তাসনীম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, আপনি (শেখ হাসিনা), ইউ আর ইন্সপারেশন ফর আস। আপনি আমাদের জন্য বিশাল বড় অনুপ্রেরণার।’

ঋষি সুনাকের ২ মেয়ে শেখ হাসিনার ভক্ত জানিয়ে সাইদা মুনা বলেন, ‘ঋষি সুনাক বলেছেন, ওনার দুটো ছোট মেয়ে আছে, ওনার স্ত্রী ও মেয়েরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভক্ত। ঋষি সুনাক আরও বলেছেন, ওনার মেয়েরা ভবিষ্যতে যেন এ রকম বিশাল নেত্রী হয়।’

আমার দুটো কন্যা তাদের জন্য আপনি (শেখ হাসিনা) অনেক বড় অনুপ্রেরণা, বলেন ঋষি সুনাক।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঋষি সুনাক আরও বলেছেন, আপনি (শেখ হাসিনা) কি করে আপনার দেশকে এ রকম উচ্চ প্রবৃদ্ধিতে রাখতে পারেন।’

ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা বলেন, ‘বৈঠকে ঋষি সুনাক বলেছেন, ‘এতো বছর ধরে এটাই আমি ফলো করি, সাকসেসফুল ইকোনোমিক লিডার আপনি।’ ঋষি সুনাক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন রোল মডেল বলে মনে করেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক চমৎকার। রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক চমৎকার এবং দুই দেশের সম্পর্কটি পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক।’

দুই দেশের সম্পর্কের বিষয়ে ঋষি সুনাকের বক্তব্যের কথা তুলে ধরে সাইদা মুনা বলেন, ‘ঋষি সুনাক নিজেই বলেছেন, আমাদের সম্পর্ক খুবই চমৎকার। আমাদের ৫০ বছরের চমৎকার সম্পর্ক। (আগামীতে) আরও ভালো হবে।’

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্কটি কৌশলগত জায়গায় গেছে বলেও মন্তব্য করেন ব্রিটেনের বাংলাদেশের হাইকমিশনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্রিটিশ কোম্পানিগুলোর আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

সাইদা মুনা বলেন, ‘ব্রিটেন বাংলাদেশের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। রাজার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে ১৩০টি দেশে রাষ্ট্র ও সরকার প্রধান যুক্তরাজ্যে এসেছেন। তার মধ্যে মাত্র ৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে ঋষি সুনাক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন। যা কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রায় ৩৫ মিনিটের এ দ্বিপাক্ষিক বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়।

সাইদা মুনা বলেন, ‘ঋষি সুনাক বলেছেন, বাংলাদেশ এই বোঝা (বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা) বহন করছে, ব্রিটেন এটা বুঝতে পারে এটা অনেক বড় সমস্যা।’

রোহিঙ্গা ইস্যুতে সমর্থনের জন্য বৃটেনের প্রধানমন্ত্রী এবং জনগণকে ধন্যবাদ দেন শেখ হাসিনা। রোহিঙ্গা বোঝা এখন অনেক বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও জানান শেখ হাসিনা। রোহিঙ্গাদের দেখতে ঋষি সুনাককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন ঋষি সুনাক।

আরও পড়ুন: লন্ডনে ঋষি সুনাক-শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক

 

সারাবাংলা/এনআর/এমও

অনুপ্রেরণা ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর