Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ে স্টেশন বাজারে আগুনে পুড়ল ৬টি দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৩ ১১:৫৩

নেত্রকোনা: পূর্বধলায় রেলওয়ে স্টেশন বাজারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ৬টি দোকান। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে ১৫ লক্ষাধিক টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৫ মে) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আগুনে একটি ফার্মেসি, একটি জুতার দোকান, দু’টি মোবাইল ও সার্ভিসিংয়ের দোকান, একটি চায়ের দোকানসহ আরও একটি দোকান পুড়ে গেছে।

দোকান মালিকরা জানান, আগুনে তাদের নগদ টাকা ও মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাজারের পাহারাদার আবু সিদ্দিক আকন্দ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে স্টেশন বাজারের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে অনেক ডাকাডাকির পর মসজিদের মাইকে আগুনের বিষয়টি মাইকিং করানো হয়। ততক্ষণে আগুন মুহূর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের ইউনিট এসে প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/এমও

আগুন স্টেশন বাজারে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর