Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রীতিলতা জাতীয় জীবনে চেতনার উৎস’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৩ ২৩:২৫

চট্টগ্রাম ব্যুরো: ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ১১৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (৫ মে) সকালে নগরীর পাহাড়তলীর ইউরোপীয়ান ক্লাবের সামনে পথসভা ও গণসংগীতের আয়োজন করে ‘বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ’।

পথসভায় বক্তারা বলেন, বীরকন্যা প্রীতিলতা আমাদের জাতীয় জীবনে চেতনার উৎস। আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো অশুভ শক্তির কবলে পড়লে প্রীতিলতার এই ভাস্কর্যের কাছে শক্তি আহরণ করতে ছুটে আসি। একইভাবে কোনো জীবন সংগ্রামে জয়যুক্ত হতে পারলেও শ্রদ্ধা জানাতে ছুটে আসি। কারণ প্রীতিলতা হচ্ছে আমাদের সংগ্রাম ও শক্তির উৎস।

এ সময় তারা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহতি দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ আটটি দাবি জানান।

পরিষদের সভাপতি অঞ্জন কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিঞ্চণ ভৌমিকের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন স্বদেশ চক্রবর্তী, অজিত কান্তি শীল, জয়নাল আবেদিন শেখ, দিদারুল আলম, মো. সবুর এবং বিপ্লবী পরিবারের সন্তান প্রবীর দাশগুপ্ত।

পথসভায় গণসংগীত পরিবেশনা করেন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক কাজল দত্ত, শিল্পৗ অচিন্ত্য কুমার দাশ।

সারাবাংলা/আইসি/পিটিএম

প্রীতিলতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর