Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৩ ১৬:৩৩ | আপডেট: ৫ মে ২০২৩ ১৭:৩৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি মালবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (৫ মে) দুপুর পৌনে দুইটার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আহসান উল্লাহ বলেন, ‘স্টেশন এলাকায় ওই মালবাহী ট্রেনটি সান্টিং (ঘোরানো) করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঘটনার পর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। তারপর ট্রেনটি দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে।’

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, ‘খালি ও ভর্তি কয়েকটি মালবাহী ট্রেন স্টেশনে থাকে। সেখান থেকে মালবাহী এই ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় এর দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এখন দুই ঘণ্টার মধ্যে কোন ট্রেন না থাকায় এই মুহূর্তে সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সরিয়ে ফেলতে না পারলে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ মালবাহী ট্রেন রেল যোগাযোগ বন্ধ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর