Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈকতে ভেসে এলো অর্ধগলিত ইরাবতি ডলফিন

লোকাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৩ ১৬:০৩

কুয়াকাটা: কুয়াকাটা সৈকতে গভীর রাতে ভেসে এসেছে অর্ধগলিত ইরাবতি প্রজাতির ডলফিন। ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যর ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।

শুক্রবার (৫ মে) সকালে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি রাতে খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি বালুচাপা দেওয়ার নির্দেশ দিয়েছি।’

কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমির বলেন, ‘রাত ১২টার দিকে মৃত ডলফিনটি জোয়ারের স্রোতে ভেসে এসে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে আটকে পড়ে। এটির মাথায় ও লেজে জালে আটকানোর চিহ্ন রয়েছে।’

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা বলেন, ‘কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিনটি ইরাবতি প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে।’

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে ডলফিনটি ভেসে আসে।

সারাবাংলা/এমও

ইরাবতি ইরাবতি ডলফিন কুয়াকাটা ডলফিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর