Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাখাইনের পরিস্থিতি দেখতে ২৭ সদস্যের প্রতিনিধি দল মিয়ানমারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মে ২০২৩ ১৫:৫২ | আপডেট: ৫ মে ২০২৩ ২০:২৩

কক্সবাজার: রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আগে রাখাইনের পরিস্থিতি দেখতে ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার গেছে। শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে তারা কক্সবাজারের টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমারের মংডু রওয়ানা দেয়।

প্রতিনিধিদলে রয়েছেস ২০ জন রোহিঙ্গা কমিউনিটি নেতা। এছাড়া আরও ৭ জন সরকারি কর্মকর্তা রয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। প্রতিনিধি দলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অন্য সরকারি কর্মকর্তাও রয়েছেন।

বিজ্ঞাপন

মিয়ানমারে যাওয়ার জন্য টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা, নয়াপাড়া ও জাদিমুড়া এলাকায় অবস্থিত ২৪, ২৬ ও ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ২০ জন রোহিঙ্গা কমিউনিটি নেতাকে বাছাই করা হয়েছে। তবে মিয়ানমারের মংডু শহরের উদ্দেশে রওয়ানা দেওয়ার প্রাক্কালে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি প্রতিনিধি দলের নেতা।

এর আগে, গত ১৫ মার্চ টেকনাফ হয়ে বাংলাদেশে আসে মিয়ানমার সরকারের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাছাই-বাছাই করেন।ৎ

প্রতিনিধি দলটি টানা সাতদিন টেকনাফের স্থলবন্দর রেস্ট হাউজে অবস্থান করে বাংলাদেশে আশ্রিত ১৪৭ রোহিঙ্গা পরিবারের মোট ৪৮৬ জন রোহিঙ্গার সঙ্গে সরাসরি কথা বলেন। আর তাদের দেওয়া বক্তব্য রেকর্ড করেন। গত ২২ মার্চ সকালে প্রতিনিধিদলটি নাফ নদী পার হয়ে মিয়ানমারে ফিরে যায়।

বিজ্ঞাপন

ওই সময় মিয়ানমারের প্রতিনিধি দলকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, যাদের প্রত্যাবাসন করা হবে সেই সব রোহিঙ্গা যাতে আগে থেকে রাখাইনের সার্বিক পরিবেশ স্বচক্ষে দেখে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গা প্রতিনিধি দল শুত্রবার রাখাইন যাচ্ছেন। আজ শুক্রবার বিকালেই তাদের ফেরার কথা রয়েছে।

তবে এসব নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি আরআরআরসি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

সারাবাংলা/এমও

প্রতিনিধি দল মিয়ানমার রাখাইন রাখাইনের পরিস্থিতি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর