Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরায় বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৩ ২৩:৩৯

নরসিংদী: জেলার রায়পুরায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুরে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন- রায়পুরার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে আহাদ মিয়া (২১) ও একই গ্রামের বাছেদ মিয়ার ছেলে রানা মিয়া (২০)। এ ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে শিমন মিয়া (২০)।

বিজ্ঞাপন

আহাদের বাবা জালাল উদ্দিন বলেন, ‘আহাদ ঢাকায় আমার মেয়ে জামাইয়ের ব্যাগের কারখানায় চাকরি করতো। ঈদের ছুটিতে সে বাড়িতে এসেছে। আজ দুপুরে বন্ধুদের সঙ্গে সে ঝালমুড়ি খেতে বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই বজ্রপাতে সে ও তার এক বন্ধু মারা গেছে।’

এ ব্যাপারে উত্তরবাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘আমি এক মেম্বারের মাধ্যমে খবর পেয়ে নিহতদের বাড়িতে গিয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমার পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।’

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাকি কাজ করা হবে।’

সারাবাংলা/পিটিএম

বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর