‘খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা’
৪ মে ২০২৩ ২২:৩৯
ঢাকা: লিভার জটিলতার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।
তিনি বলেন, ‘উনার (খালেদা জিয়ার) হার্টের যে ব্লক, ওই সময় (গত বছরের আগস্ট) একটাকে ব্লক এডরেস করা হয়েছিল। বাকি দুইটা ব্লক আছে- সেটা আপনারা জানেন। আর উনার ক্রনিক লিভার ডিজিজের চিকিৎসার জন্য ডাক্তারদের রিকোমেন্ডেশন ছিল টিপস করার জন্য। অর্থাৎ পোর্টাল যে ব্লাড প্রেসার সেটা কমানোর জন্য এটা এক ধরনের বাই-পাসলিভার হাইপারটেশনের বাইপাস।’
‘এই সার্জারি বাংলাদেশে যেমন হয় না, তেমনি আশ-পাশের দেশেও হয় না। সেটির জন্য তারা আগেও রিকমেন্ডেশন করেছিল মাল্টি ডিসিপ্লানারি এডভ্যান্স সেন্টারে উনার চিকিৎসা করানোর জন্য, টিপস করানোর জন্য। এবারও এন্ডেজকপি করানোর পর ডাক্তাররা সর্বসম্মতভাবে উনার টিপস করানোর জন্য রিকমেন্ড করেছে যে, যত দ্রুত সম্ভব সেটা করতে’— বলেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘টিপস করলে উনার (খালেদা জিয়ার) পোর্টাল প্রেসার কমবে, পোর্টাল প্রেসার কমলে পোর্টাল হাইপারটেনশনের জন্য যে জটিলতা হয়, লিভারের যে জটিলতা হয় সেই জটিলতাগুলো অনেকাংশে নিরসন হবে। তিনি আরও বেশি সুস্থ বোধ করবেন। সেজন্য উনারা (মেডিকেল বোর্ডের চিকিৎসকরা) রিকমেন্ড করেছেন বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য।’
এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘উনার যে সমস্ত উপসর্গ দেখা দিয়েছিল সেগুলোর চিকিৎসা গত ৪/৫ দিনে অত্যন্ত নিবিড়ভাবে করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা উনাকে বাসায় রেখে তাদের তত্ত্বাবধায়নে চিকিৎসা অব্যাহত রাখার পরামর্শ দেওয়ার পরিপ্রেক্ষিতে ম্যাডাম কিছুক্ষণ আগে বাসায় ফিরেছেন।’
সারাবাংলা/এজেড/পিটিএম