Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুদাম থেকে চুরি করা গাড়ির যন্ত্রাংশ মিলল আরেক মালিকের দোকানে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মে ২০২৩ ২০:৫২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গাড়ির যন্ত্রাংশের একটি গুদামে চুরির ঘটনায় এক দোকান মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি করা প্রায় ১০ লাখ টাকার যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (৩ মে) সকালে নগরীর বন্দর থানার বড়পুকুর পাড় এলাকায় ‘এস এস অটোমোবাইলস’ নামে একটি প্রতিষ্ঠানের ‍গুদামে চুরির ঘটনা জানাজানি হয়। অভিযোগ পেয়েই দিনভর নগরীর বন্দর ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতার চারজন হলেন- আবুল হোসেন (৩০), ওমর ফারুক সাগর (২৬), আনোয়ার হোসেন (৪০) ও আব্দুর রহমান (২৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আব্দুর রহমান নগরীর দেওয়ানহাট এলাকার ‘সিলভার ট্রেড’ নামে একটি গাড়ির যন্ত্রাংশের শো-রুমের মালিক। ওই প্রতিষ্ঠান থেকে চুরি করা যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা গাড়ির যন্ত্রাংশের মধ্যে টেক্সপিন বেয়ারিং, এনবিসি বেয়ারিং, ক্রেনসেব, গিয়ার বক্স, মাহিন্দ্রা ইঞ্জিন পার্টস, মাহিন্দ্রা গিয়ার বক্স, প্রেসার প্লেট, গিয়ার পাম্প, ক্রস ডিডি, গিয়ার সুইচ, ফুয়ার চাকার আইটেম, ন্যাশনাল লুব ও ট্রান্ডি পার্টস আছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, এস এস অটোমোবাইলস নামে গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠানটির মালিক সামছুদ্দিন ও আবু সুফিয়ান নামে দুই ব্যক্তি। মঙ্গলবার (০২ মে) রাত ১১টার পর থেকে বুধবার সকাল ১০টার মধ্যে প্রতিষ্ঠানটির গুদামের পেছনে লোহার গ্রিল কেটে ভেতরে ঢোকে চোরের দল।

বুধবার সকালে গুদাম খোলার পর জানা যায়, চোরের দল প্রায় ৩০ লাখ টাকার ৪০ কার্টন গাড়ির যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পাবার পর অভিযানে নামে পুলিশ। ২৪ ঘন্টার মধ্যেই চোর শনাক্ত করে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয় বলে ওসি জানান।

বিজ্ঞাপন

বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) কিশোর মজুমদার সারাবাংলাকে বলেন, ‘বুধবার সকালে অভিযোগ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে শনাক্ত করি। এরপর গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করি। প্রথমে তিন চোরকে গ্রেফতার করা হয়, তারা স্থানীয় বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদে সিলভার ট্রেডে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন ধরনের যন্ত্রাংশ উদ্ধার করি। গ্রেফতার করা হয় সিলভার ট্রেডের মালিককেও।’

‘মোটর পার্টসের শো-রুমের মালিক ও স্থানীয়ভাবে চুরির সঙ্গে জড়িত কয়েকজন মিলে সংঘবদ্ধ একটি চক্র গড়ে তুলেছে। তারা মোটর পার্টসের গুদাম টার্গেট করে চুরি সম্পন্ন করে। সেগুলো কম দামে নগরী ও বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করে।‘

গ্রেফতার চারজনকে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই কিশোর মজুমদার জানান।

সারাবাংলা/আইসি/একে

গাড়ি গুদাম যন্ত্রাংশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর