Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মধুর প্রতিশোধ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

রহমান মুস্তাফিজ
৪ মে ২০২৩ ১৯:৪০ | আপডেট: ৪ মে ২০২৩ ২০:১০

ঢাকা: উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিটির শিল্পী মনিরুজ্জামান। তার আঁকা ছবি বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে উপহার দেওয়ায় দারুণ উল্লসিত এই শিল্পী। বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছবিটি উপহার দিয়ে মধুর প্রতিশোধ নিলেন। প্রতিশোধ যে এত সুন্দর হতে পারে তা দেখালেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৪ মে) শিল্পী মনিরুজ্জামান রাজধানীর গ্যালারি চিত্রকে বসে সারাবাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন। তিনি বলেন, ‘ছবিটি আঁকা একটি চ্যালেঞ্জ ছিল। মাত্র দুই রাত পাওয়া গেছে ছবিটি আঁকার জন্য।’

বিজ্ঞাপন

মনিরুজ্জামান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে বলা হয়েছিল পদ্মা সেতুর একটি ছবি এঁকে দিতে হবে। ২৬ ইঞ্চি বাই ৪২ ইঞ্চির ছবিটি আঁকার জন্য বরাদ্দ সময় সর্বোচ্চ তিন দিন। এই সময়ের মধ্যেই কাজ শেষ করে জমা দিতে হয়।

শিল্পী মনিরুজ্জামন সারাবাংলাকে বলেন, ‘বিশ্বব্যাংক প্রেসিডেন্টকে এই ছবিটি দেওয়ার মধ্যদিয়ে একটি সুন্দর, মধুর প্রতিশোধ নেওয়া হলো। এরচেয়ে বড়ো ডিপ্লোম্যাসি আর কী হতে পারে! এই সুন্দর প্রতিশোধটা একটি উদাহরণ, এটি ইতিহাস হয়ে থাকবে। এটি আমাদের সক্ষমতার উদাহরণ হয়ে থাকবে।’

নিজের অনুভূতির প্রসঙ্গে মনিরুজ্জামান বলেন, ‘আমাকে যখন পদ্মা সেতুর ছবি আঁকতে বলা হয়, আমি জানতাম না এটি কী কাজে লাগবে। প্রধানমন্ত্রী যখন ছবিটি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে দেন তখন ভালো লেগেছে… অহংকারবোধ করেছি। নিজেকে গর্বিত মনে করেছি। মনে হয়েছে আমি ইতিহাসের অংশীদার হয়েছি।’

সারাবাংলা/রমু

টপ নিউজ প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর