বাসায় ফিরলেন খালেদা জিয়া
৪ মে ২০২৩ ১৯:২৭ | আপডেট: ৪ মে ২০২৩ ২০:৪৮
ঢাকা: মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চার দিন হাসপাতালে অবস্থানের পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় সাড়ে ছয়টা গুলশানের বাসায় ফেরেন তিনি। এর আগে, বিকেল পৌনে ৫ টায় এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায়র উদ্দেশে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী।
নিয়মিত মেডিকেল চেকআপ এর জন্য গত ২৯ এপ্রিল হাসপাতালে নেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেন চিকিৎসকেরা।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বিকেল পৌনে ৫টার দিকে বাসার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। তার গাড়িবহর অনুসরণ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের কয়েকশ নেতাকর্মী গুলশানের বাসা পর্যন্ত আসে। তারা পুরো রাস্তায় স্লোগান দিতে দিতে আসেন। খালেদা জিয়ার গাড়ি বহরও ধীর গতিতে আগাতে থাকে গুলশানের দিকে। ফলে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গুলশানে পৌঁছতে প্রায় পৌনে দুই ঘণ্টা সময় লেগে যায়।
বেগম খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন। নানা শারীরিক জটিলতায় ওই বছরের ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
একপর্যায়ে তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। এরপর ১৯ জুন বাসায় ফেরেন। এর মধ্যে করোনার টিকা নেওয়ার জন্য খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান। ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। করোনা মহামারি পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। এখন তিনি গুলশানের বাসায় অবস্থান করছেন।
সারাবাংলা/এজেড/একে