ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
৪ মে ২০২৩ ১৫:০৫
দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত একটি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়পুকুরিয়ার রসুলপুর এলাকায় অরতি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুরের মুসলিম পাড়া এলাকার কনসের আলীর ছেলে হামিদুল (৩৫) এবং নীলফামারী জলঢাকা এলাকার মৃত আলন্দ মোহন রায়ের ছেলে সুশান্ত রায় (৪০)। হামিদুল ও সুশান্ত রায় দুইজনেই নীলফামারীতে ব্রাকে চাকরি করতেন।
জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যায়। কিছুক্ষণ পর বড়পুকুরিয়া কয়লা খনি এলাকা অতিক্রম করার সময় রসুলপুরের অরতি রেলক্রসিংয়ের ওপর দুইজন আরোহীসহ একটি মোটরসাইকেল উঠে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে পার্বতীপুর জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহ উদ্ধার করে।
পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, নিহতদের পরিবারে খরব দেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হবে।
সারাবাংলা/ইআ