Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৃথিবীর মঙ্গল কামনায় উদযাপিত বুদ্ধ পূর্ণিমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৩ ১৩:৪৮

রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। যা বৈশাখি পূর্ণিমা নামেও পরিচিত।

দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (৪ মে) জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে আয়োজন হয়েছেন নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের। বিহারে বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের আনুষ্ঠানিকতা।

আজ সকাল ৮টায় জেলা শহরের কলেজ গেইট থেকে শোভযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

শোভাযাত্রায় নানা বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এরপর বিহারে উপস্থিত হয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় সকল বিহারে সংঘদান, বুদ্ধ পুজা, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দান ও জগতের সকল প্রাণির জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।

এদিকে, রাঙ্গামাটির রাজবন বিহারেও দিনটি উদযাপিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানসহ উপাসক-উপাসিকারা। রাঙ্গামাটি ছাড়াও খাগড়াছড়ি-বান্দরবানেও দিনটি উদযাপিত হচ্ছে।

প্রসঙ্গত, গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ- এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।

বিজ্ঞাপন

আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেওয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বুদ্ধ পূর্ণিমা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর