Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নগদ পেমেন্টে এয়ার এ্যাস্ট্রার টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

সারাবাংলা ডেস্ক
৪ মে ২০২৩ ১১:৩৯

ঢাকা: এখন থেকে ঘোরাঘুরি হবে আরও বেশি সাশ্রয়ী ও আরামদায়ক। ভ্রমণ কিংবা জরুরি প্রয়োজনে নতুন বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রার টিকিট নগদের মাধ্যমে কাটলেই থাকছে ১০ শতাংশ ছাড়।

সম্প্রতি এ বিষয়ে নগদের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। নগদের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক ও এয়ার এ্যাস্ট্রার পক্ষে প্রতিষ্ঠানটির হেড অব সেলস মোহাম্মদ মোজাম্মেল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় নগদের হেড অব বিজনেস সেলস মোহাম্মদ মাহবুব সোবহান, এয়ার এ্যাস্ট্রার ব্র্যান্ড মার্কেটিংয়ের এজিএম আ ফ ম রুবাইয়াত-উল-জান্নাতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই চুক্তিতে আগামী ৫ জুলাই ২০২৩ পর্যন্ত এয়ার এ্যাস্ট্রার টিকিট কাউন্টার থেকে নগদের মাধ্যমে টিকিট কিনলে থাকছে বেইস ফেয়ারের উপর ১০ শতাংশ ছাড়। তবে ঈদের সময়ে এই ছাড়ের শর্তে কিছুটা পরিবর্তন থাকবে।

চুক্তির বিষয়ে নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘আমরা মানুষের জীবন সহজ ও আরামদায়ক করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছি। এই অফারের ফলে এখন থেকে ১০ শতাংশ ছাড়ে এয়ার এ্যাস্ট্রার যাত্রীরা টিকিট কিনতে পারবেন। যার ফলে সবাই সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন।’

এ ছাড়া সারা দেশজুড়ে ৩০০টিরও বেশি ব্র্যান্ড ও ৬ হাজারের বেশি আউটলেটে নগদের মেগা অফার ক্যাম্পেইন চলছে। অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকেরা নগদের ওয়েবসাইট ও ফেসবুকে নজর রাখতে।

সারাবাংলা/ইআ

নগদ নগদ পেমেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর