Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মে ২০২৩ ০০:০৯

বান্দরবান: জেলার আলীকদম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফার ফাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- আলীকদম উপজেলার রেফারফাড়ার বাসিন্দা মঞ্জুর আমের ছেলে মো. রিফাত ইসলাম (৭) ও মনিরুল ইসলামের ছেলে আসরাফুল কবির ফাইজান (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ঘরে ব্যবহারের জন্য মোটর দিয়ে পানি তোলা হচ্ছিল। এ সময় রিফাত ও মনিরুল খেলতে খেলতে মোটরে হাত দেয়। এতে দুই জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের উদ্ধার করে পাশের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার জানান, আলীকদমে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

বিদ্যুস্পৃষ্ট মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর