Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান কর্নার’ চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১৯:২২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে বেসরকারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান কর্নার’ চালু হয়েছে। শিক্ষার্থীরা এই কর্নার থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিষয়ে প্রয়োজনীয় তথ্যসহ নানা সেবা পাচ্ছেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন গত ৩০ এপ্রিল নগরীর প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে আমেরিকান কর্নারের উদ্বোধন করেছেন। এসময় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর শন ম্যাকিনটোশ এবং রিজিওনাল পাবলিক অ্যাঙ্গেজমেন্ট স্পেশালিস্ট ক্যাথলিন ফক্স উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিভাগের সহকারী পরিচালক পংকজ বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কর্নারের কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য শিক্ষার্থীরা জানতে পারছেন।

বিশেষত যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য পাওয়া যাচ্ছে। কোন প্রতিষ্ঠানে কী ধরনের সেবা পাওয়া যায়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্ব- এসব বিষয়ে তথ্য দিচ্ছেন কর্নারের কর্মকর্তারা। শুধু প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নয়, যে কোনো শিক্ষার্থীই এই কর্নার থেকে এসে সেবা নিতে পারবেন।’

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ণাঙ্গভাবে চালুর পর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং মার্কিন রাষ্ট্রদূতের আমেরিকান কর্নার চালুর কথা রয়েছে।

সারাবাংলা/আরডি/ এনইউ

আমেরিকান কর্নার টপ নিউজ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর