বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ডিইউজের আলোচনা
৩ মে ২০২৩ ১৭:৪১ | আপডেট: ৩ মে ২০২৩ ১৮:১১
ঢাকা: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মুক্তিযুদ্ধের চেতনার ফোরামের ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (৩ মে) জাতীয় প্রেস ক্লাবে ডিইউজে কার্যালয়ে আলোচনা সভাটির আয়োজন করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া ও সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
উল্লেখ্য, এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।
মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের সুপারিশ করা হয়। সে অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই দিবসটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে।
সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় দিবসটিতে।
সারাবাংলা/এনইউ
সারাবাংলা/এনইউ