Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিপু-প্রীতি হত্যা মামলার ৩ আসামির জামিন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১৭:০৭ | আপডেট: ৩ মে ২০২৩ ১৭:০৮

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলার তিন আসামির জামিন বর্ধিতের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩ মে) বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন- মারুফ খান, মাহাবুব রহমান টিটু ও মারুফ রেজা সাগর।

গত ১৮ এপ্রিল একই আদালত এই তিন আসামিকে ৩ মে পর্যন্ত তাদের অন্তবর্তী জামিনের আদেশ দেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় এদিন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে পুনরায় জামিন বর্ধিতের আবেদন করেন তারা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস পাল জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

২০২২ সালের ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত নামাদের আসামি করা হয়।

সারাবাংলা/এআই/ইআ

টিপু-প্রীতি হত্যা

বিজ্ঞাপন

১২ ডেপুটি জেলারের বদলি
২২ জানুয়ারি ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর