Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর এই সফরে এচিভমেন্ট ইজ জিরো’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১৬:৪৩

ঢাকা: যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংকের সদর দফতরে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এই সফরে এচিভমেন্ট (অর্জন) ইজ জিরো’।

বুধবার (০৩ মে) দুপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বরাবরই বলে আসছি সরকার মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচারণা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে প্রথম থেকেই। যেহেতু তাদের পায়ের নিচে মাটি নেই, সেহেতু এই ধরনের মিথ্যা প্রচার করে তারা বলতে চায় যে, এই সফরটা অত্যন্ত সফল হয়েছে।’

‘আইএমএফ বলেছে যে, তার (শেখ হাসিনা) নেতৃত্বে… এটা ডাহা মিথ্যা কথা। আমরা ইতিমধ্যে কাগজপত্র দেখেছি তারা ইতিমধ্যে একটা স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছে যে, আমরা (আইএমএফ) এই কথা বলিনি, শুধুমাত্র তার সঙ্গে মিটিংয়ের কথা বলেছি। একই ভাবেই বিশ্বব্যাংকের ঋণ পূর্ব নির্ধারিত। আগেই কথা হয়েছে যে তারা এই ঋণ দেবে। সুতরাং প্রধানমন্ত্রীর এই সফরে এচিভমেন্ট ইজ জিরো’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ওই মিথ্যা কথা বলে মানুষকে কিন্তু বেশিদিন বোকা বানিয়ে রাখা যায় না। আওয়ামী লীগ সেই কাজটাই করে যাচ্ছে। এবার তারা ব্যর্থ হবে। কারণ, জনগণ তাদের মিথ্যাচার বুঝে গেছে, জারিজুরি বুঝে গেছে, জনগণ তাদেরকে সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে।’

দেশের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে প্রধানমন্ত্রী তিন দেশ সফর কীভাবে দেখছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য এই সমস্ত সফর, ধানাই-পানাই করা। এসব করে কোনো লাভ হবে না। জনগণের লক্ষ্য একটাই-তাদেরকে ক্ষমতা থেকে সরতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। জনগণ যেন সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সমাজে বাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’

বিজ্ঞাপন

‘বিএনপির সঙ্গে সংলাপ করতে চাই না’—ভয়েস অব আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো তাদের সঙ্গে আলোচনা করতে চাইনি। কারণ, আমাদের যে পূর্ব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তো তাদের সঙ্গে আলোচনায় বসার যুক্তি থাকতে পারে না। তারা পুরোপুরিভাবে মিথ্যা কথা বলে এবং বিট্রে (বিশ্বাস ভঙ্গ) করে। বিশ্বাসঘাতকতা করে জাতির সঙ্গে। সে কারণে আন্দোলনের মধ্য দিয়েই জনগণ রাজপথে ফয়সালা করে নেবে।’

‘বিএনপি অগ্নিসন্ত্রাস করে’—যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর দেওয়া এরকম বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অগ্নি সন্ত্রাসের ধারক-বাহক আওয়ামী লীগ। তারাই অগ্নি-সন্ত্রাস শুরু করেছে, তারাই এটা কনটিনিউ করে, নিজেরা করে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপায়।’

সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপির চেয়ারম্যান আসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ঘন্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন। এই বৈঠকে যুগপৎ আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ প্রধানমন্ত্রী বিএনপি মির্জা ফখরুল সফর

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর