Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার সময় ১০ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১৫:৩০

বাগেরহাট: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় পৃথক ৩টি অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয় নৌকা ও মাছ ধরার সরঞ্জাম।

বুধবার (৩ মে) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নারিকেলবাড়িয়া খাল থেকে বন বিভাগের পাসবিহীন কাঁকড়া ধরা চারুসহ ১টি ট্রলার ও ৪টি ছোট নৌকাসহ ৪ জন এবং শেলার চরের ভাঙ্গা খাল থেকে নিষিদ্ধ বেন্দি জালসহ ২টি ট্রলার ও তিন জন আটক এবং নারিকেলবাড়িয়া ও শেল চরের মধ্যবর্তী সংরক্ষিত সুন্দরবন এলাকা থেকে নিষিদ্ধ বেন্দি জালসহ ২টি ট্রলার ও ৩ জনকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক জেলেরা মঙ্গলবার (২ মে) রাতে সুন্দরবনের অভয়ারণ্য এলাকার ভেতরে ঢুকে মাছ ধরছিল। এ সময়ে তাদের আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

সারাবাংলা/এমও

সুন্দরবন সুন্দরবনের অভায়রণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর