দিনাজপুরে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
৩ মে ২০২৩ ১২:০৩
দিনাজপুর: দিনাজপুর পার্বতীপুরে যাত্রীবাহি ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (৩ মে) সকাল ৯ টার দিকে উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর শহরের ধুপি পাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।
স্থানীয়রা জানায়, পার্বতীপুর থেকে ভ্যানে করে দুই যাত্রী ভবাণীপুর দিকে যাচ্ছিল আর ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় চান্দাপাড়া এলাকায় পৌছালে দ্রুতগতির ট্রাকের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সতত্যা নিশ্চিত করেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে।
সারাবাংলা/ইআ