Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোণায় দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১১:২০ | আপডেট: ৩ মে ২০২৩ ১১:২২

নেত্রকোণা: নেত্রকোণার বারহাটায় মুক্তা রাণী বর্মন (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ মে) বিকেল ৩টার উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুক্তা রাণী বর্মন প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে। সে একই এলাকার প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা রাণী বর্মন বিদ্যালয় ছুটির পর তার দুই বান্ধবীর সঙ্গে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে রাস্তায় অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাইদুল ইসলাম মুক্তা রাণী বর্মনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় তার মৃত্যু হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সারাবাংলা/ইআ

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর