Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন ভাইসহ ৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৩ ১০:৩২

বেনাপোল: বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন আপন ভাইসহ ৪ বাংলাদেশি যুবক। ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন তারা।

গতকাল মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেন।

ফেরত আসা যুবকেরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ধানসাগর গ্রামের লুৎফর আলীর তিন ছেলে হায়দার আলী (৩৭), এমদাদুল (২৯), হাসান আলী খান (২৮) ও একই থানার গোয়ালবাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ‘ফেরত আসা যুবকেরা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে গিয়ে হায়দারাবাদ পুলিশের হাতে আটক হয়। পরে তাদের কারাগারে রাখা হয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে আজ তাদের ভারতীয় পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ফেরত আসা চার যুবককে ‘রাইটস যশোর’ নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

‘রাইটস যশোর’ এর এরিয়া কোয়ার্ডিনেটর বজলুর রহমান বলেন, এদের এখান থেকে নিয়ে সংস্থার যশোর নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদরে হাতে তুলে দেওয়া হবে।

সারাবাংলা/এমও

ভারত সাজাভোগ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর