তুরস্কে নতুন তেলক্ষেত্রের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৩ ০৯:৪১ | আপডেট: ৩ মে ২০২৩ ১২:৫৩
৩ মে ২০২৩ ০৯:৪১ | আপডেট: ৩ মে ২০২৩ ১২:৫৩
তুরস্কে নতুন একটি তেলক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়েপ এরদোগান এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।
মধ্য কোনিয়া প্রদেশে কারাপিনার সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য সদ্য সমাপ্ত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান বলেন, আমি কিছু নতুন সুসংবাদ দিতে চাই। আমরা কুডি এবং গাবারে প্রতিদিন ১ লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন তেলের মজুদ পাওয়া গেছে।
সিরনাক প্রদেশের কাছে নতুন পাওয়া পেট্রোলিয়াম উচ্চমানের বলে জানিয়েছেন এরদোগান। তিনি বলেন, তুরস্ক আর জ্বালানির জন্য অন্যের উপর নির্ভর করবে না বরং শক্তি রফতানিকারক হয়ে উঠবে।
এরদোগান বলেন, ২৬০০ মিটার গভীরতায় আবিষ্কৃত তেল ১০০টি কূপ দিয়ে উত্তোলন করা হবে। এই তেল তুরস্কের দৈনন্দিন ব্যবহারের এক দশমাংশ পূরণ করবে।
সারাবাংলা/আইই