Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: মার্কিন পররাষ্ট্র দফতর

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৩ ১৯:০১ | আপডেট: ২ মে ২০২৩ ২০:৫৮

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ ও ঘরোয়া বিষয় হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার (১ মে) যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশের নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে এ অবস্থান স্পষ্ট করেন। ভয়েস অব আমেরিকার খবর।

বেদান্ত প্যাটেল বলেন, ‘অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই।’ তিনি বলেন, ‘তবে যুক্তরাষ্ট্র চায় যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক এবং এতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটুক।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তবে আমি বিস্তৃতভাবে বলব যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং আমরা এই সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় রয়েছি। ঢাকা ও ওয়াশিংটনের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে; যেখানে তাদের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে। আর তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবেলা বা অন্যান্য বিষয় হোক।’

উল্লেখ্য, বেদান্ত প্যাটেল এমন এক সময় এ মন্তব্য করেছেন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।

সারাবাংলা/আইই

বেদান্ত প্যাটেল

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর