Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে নতুন গন্তব্য দান করেছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মে ২০২৩ ১৭:০৮

ঢাকা: সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে নতুন গন্তব্য দান করেছেন বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

মঙ্গলবার (২ মে) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। সত্যজিৎ রায়ের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে বাংলা একাডেমি।

সভাপতির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, ‘সত্যজিৎ রায় বাংলা ও বাঙালির গর্ব। তিনি তাঁর অনন্যসাধারণ চলচ্চিত্রগুলোর মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রকে নতুন গন্তব্য দান করেছেন।’

স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘সত্যজিৎ রায় বাঙালি প্রতিভার অত্যুচ্চু নিদর্শন। বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতিকে বিশ্বমানে উন্নীতকরণের ক্ষেত্রে তাঁর জীবনব্যাপী সাধনা কখনও বিস্মৃত হওয়ার নয়।’

একক বক্তৃতায় প্রাবন্ধিক ও গবেষক রাজীব সরকার বলেন, ‘সত্যজিৎ রায় নতুন চলচ্চিত্রভাষার নির্মাতা। তিনি পিতামহ ঊপেন্দ্রকিশোর রায়চৌধুরী এবং পিতা সুকুমার রায়ের ঐতিহ্য বহন করে নিজেই নির্মাণ করেছেন বাঙালি সংস্কৃতির নতুন ঐতিহ্য। বাংলা চলচ্চিত্রকে সত্যজিৎ রায় তাঁর অসাধারণ সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বিশ্বসভায় সার্থকভাবে উপস্থাপন করেছেন।’

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার ভৌমিক বলেন, ‘সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নাম। চলচ্চিত্রের পাশাপাশি শিশুসাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির কর্মকর্তা ড. মাহবুবা রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

সত্যজিৎ রায়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর