Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এআই নিয়ে বিজ্ঞানীর সতর্কবার্তা

তথ্যপ্রযক্তি ডেস্ক
২ মে ২০২৩ ১৭:১৮ | আপডেট: ২ মে ২০২৩ ১৯:২৭

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গডফাদার হিসেবে পরিচিত জিওফ্রি হিনটন গুগল থেকে চাকরি ছেড়েছেন। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান বিকাশের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন।

চাকরি ছাড়ারর ব্যাপারে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজের জন্য এখন অনুতপ্ত তিনি।

এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এআই চ্যাটবটের কিছু ব্যাপার ভয় ধরিয়ে দেওয়ার মতো। এখন তারা (এআই) মানুষের মতো এত বুদ্ধিমান নয়, কিন্তু আমি মনেকরি শিগগিরই তারা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা যা দেখছি তা হলো জিপিটি-৪ একজন ব্যক্তিকে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হারিয়ে দিচ্ছে। তবে যুক্তির ক্ষেত্রে এটি ততো ভালো নয়। কিন্তু ইতোমধ্যে এটি সরল যুক্তি নিয়ে কাজ করছে। অগ্রগতির হারের পরিপ্রেক্ষিতে আশা করা যায়, এগুলো দ্রুতই আরও উন্নত হবে। তাই এসব নিয়ে আমাদের চিন্তা করতে হবে।’

তবে ড. হিনটন জানিয়েছেন, গুগল থেকে চাকরি ছাড়ার ক্ষেত্রে তার বয়স অন্যতম কারণ। তিনি বলেন, ‘আমি এখন ৭৫, এটা আমার অবসরের বয়স।’

উল্লেখ্য, নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এর উপর ড. হিন্টনের গবেষণা বর্তমানে চ্যাটজিপিটর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম তৈরিতে প্রধান ভূমিকা রেখেছে। ব্রিটিশ-কানাডিয়ান এই মনোবিদ ও কম্পিউটার বিজ্ঞানী টরেন্টো ইউনিভার্সিটে ২০১২ সালেই প্রথমবারের মতো একটি নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছিলেন। যা পরবর্তীতে এআই এর বিকাশের দ্বার উন্মোচিত করে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে নিউরাল নেটওয়ার্ক এমন সিস্টেম যা তথ্য শেখার এবং প্রক্রিয়াজাত করার পদ্ধতি মানুষের মস্তিষ্কের অনুরূপ প্যাটার্ন অনুসরণ করে থাকে। একজন মানুষের মতোই এআই’কে অভিজ্ঞতা থেকে শিখতে সক্ষম করে নিউরাল নেটওয়ার্ক। এই পদ্ধতিকে বলা হয় ডিপ লার্নিং।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

কৃত্রিম বুদ্ধিমত্তা জিওফ্রি হিনটন টপ নিউজ নিউরাল নেটওয়ার্ক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর