Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাখমুতে পাঁচ মাসে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২ মে ২০২৩ ১৬:১২ | আপডেট: ২ মে ২০২৩ ১৮:৪৫

ইউক্রেন যুদ্ধে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে আরও প্রায় ৮০ হাজার রুশ সেনা আহত হয়েছেন। গোপন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ দাবি করেছেন।

তিনি জানান, নিহতদের প্রায় অর্ধেকই রাশিয়ার ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনা। পূর্ব বাখমুত শহরে হামলা চালিয়ে তারা প্রাণ হারিয়েছে। রাশিয়া গত বছর থেকে কৌশলগত এই শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বর্তমানে বাখমুতের বেশিরভাগ এলাকাই দখলে নিয়েছে বলে দাবি রাশিয়ার। তবে বাখমুতের পশ্চিমাঞ্চলের কিছু এলাকা এখনও ইউক্রেনীয় সেনাদের দখলে রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, বাখমুতের যত বেশি রুশ সেনা হত্যা করা যায় সে লক্ষ্যেই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা।

মঙ্গলবার (২ এপ্রিল) জন কিরবি সাংবাদিকদের বলেন, বাখমুত হয়ে ডনবাস অঞ্চলে আক্রমণের রুশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রাশিয়া কোনো বাস্তব কৌশলগত এবং উল্লেখযোগ্য অঞ্চল দখল করতে পারেনি।

তবে যুদ্ধে ইউক্রেনের কত সংখ্যক সেনা হতাহতের শিকার হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য দেননি জন কিরবি।

সারাবাংলা/আইই

টপ নিউজ বাখমুত রাশিয়া

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর