Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৩ ১৪:৫৬

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জাকির মোল্লা শাহাপুর গ্রামের আরব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, একই গ্রামের একই এলাকার আবু মন্ডলের কিছু কৃষি জমি জবর দখল করে রাখার অভিযোগ ছিল জাকির মোল্লার বিরুদ্ধে। এ বছর ওই জমিতে মরিচ চাষ করেছিলেন জালাল মোল্লা। আজ সকালে জাকির মোল্লা ওই ক্ষেতে গেলে আবু মন্ডলের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো হাসুয়ার কোপে ঘটনাস্থলেই মারা যান জাকির।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাকির মন্ডলের লোকজন প্রতিপক্ষের চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন জাকির মোল্লাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

ওসি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকার আইন-শৃঙ্খলার অবনতি না হয় সে কারণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/ইআ

জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা