Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্রসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৩ ২৩:৫৮

যশোর: জেলার কেশবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্রসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (১ মে) রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আরেক জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহত তিন জনের মরদেহ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ নিহত যশোর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর