Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকের মূল্য আওয়ামী লীগের কাছে নেই : নোমান

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৩ ২৩:৪৮

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, শ্রমজীবী মানুষের মূল্য আওয়ামী লীগের কাছে নেই। কারণ তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে।

সোমবার (১ মে) বিকেলে নগরীর নুর আহম্মেদ সড়কে মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আজ এমন এক সময়ে আমরা মে দিবস পালন করছি যখন বেগম খালেদা জিয়া গৃহবন্দি। সরকার খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ভয় পায়। তাই তাকে মোকাবিলা করার সাহস আওয়ামী লীগের নাই। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। লড়াই করে রক্ত দিয়ে আমরা খালেদা জিয়া মুক্ত করে আনব। রক্তপাতবিহীন কোনো সংগ্রাম কখনো সফল হয়নি।’

জনগণের কোনো মূল্য আওয়ামী লীগের কাছে নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না। নিজেদের আখের গোছানোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে জনগণকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।’

‘শ্রমজীবী মানুষ আজ পরিবার-পরিজন নিয়ে দিশেহারা। জনগণের কোনো মূল্য আওয়ামী লীগের কাছে নেই, কারণ, তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। যদি জনগণের স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে।’

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, আবদুস সাত্তার, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হালিম, ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, নগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, উত্তর জেলার সভাপতি আবদুল মোতালেব চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দীন, দক্ষিণ জেলার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহসিন খান তরুণ, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

নোমান বিএনপি শ্রমিক দল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর