টেবিলে কয়েন ঠুকে গান গাওয়া কিশোর সুমন আর নেই
১ মে ২০২৩ ২৩:৩৯ | আপডেট: ২ মে ২০২৩ ০০:০০
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে টেবিলে পয়সা বা কয়েন ঠুকে গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিশোর শিল্পী সুমন শেখের (১৬) আকষ্মিক মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ খিঁচুনি উঠলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম।
নিহত সুমন শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামের আল আমিন শেখের ছেলে। সে ছোটবেলা থেকেই অসুস্থ ছিল বলে জানা গেছে।
ডা. শামীমুল ইসলাম বলেন, ‘তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার নাকি আগে থেকেই খিঁচুনি হতো। আজ মারা যাওয়ার কিছুক্ষণ আগে জ্বর এসেছিল। সে এমনিতেই অসুস্থ। তার ওপরে বুকে চাপ দিয়ে গান গাইত। ধারণা করা হচ্ছে, সে কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্বাভাবিক মৃত্যু হওয়ায় তখনই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘সুমন কিছুদিন হলো পার্শ্ববর্তী বাগবাটি ইউনিয়নের বাশরগাঁতি গ্রামে মামার বাড়িতে থাকত। আজ দুপুর সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘সুমন শেখ আমার প্রতিবেশী ও সম্পর্কে ভাতিজা হয়। সে ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গিয়েছিল। তখন থেকেই তার কিছু সমস্যা ছিল। মাঝে মাঝে খিঁচুনি হতো। এই কারণে বয়সের তুলনায় সে শারিরীকভাবে বাড়েনি। তার পরিবারও সেভাবে চিকিৎসা করাতে পারেনি। আজও তার খিঁচুনি উঠেছিল। এবার আর ফিরল না। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাদত হোসেন বলেন, ‘সে টেবিলে কয়েন ঠুকে হাটে-বাজারে গান গেয়ে দর্শক-শ্রোতাদের আনন্দ দিত। আজ সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেল। সে এভাবে যে টাকা পেত তাই দিয়ে চলতো। এর বাইরে নানান জায়গায় স্টেজ প্রোগ্রামও করতে যেত।’
তিনি আরও বলেন, ‘সন্ধ্যার পরে তার জানাযা নামাজ সম্পন্ন হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে শহরের রহমতগঞ্জ পৌর কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম