‘শ্রমিকদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী’
১ মে ২০২৩ ২১:৫৫ | আপডেট: ২ মে ২০২৩ ১০:১৭
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বলেছেন, শ্রমজীবী মেহনতি মানুষদের বঙ্গবন্ধু যেভাবে আপন করে নিয়েছেন, সম্মান দিয়েছেন তা ইতিহাসে বিরল। তেমনিভাবে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা ও বেতন-ভাতা নিশ্চিত করেছেন।
সোমবার (১ মে) বিকেলে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় এক বিশাল শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগ তারাবো আঞ্চলিক শাখা ও কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। শ্রম অধিকার নিশ্চিতে বঙ্গবন্ধু শ্রমিকদের পাশে থেকেছেন। তেমনিভাবে শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করেছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিকদের ভূমিকা রয়েছে- এটা আমাদের মনে রাখতে হবে।’
বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার আদমজী জুট মিলসহ দেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল। তারা শ্রমিকদের গুলি করে হত্যা করেছে। দেশের বহু শিল্প-কারখানা বন্ধ করে দিয়েছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ে। শুধু তাই নয়, তাদের আমলে দেশের শ্রমিকরা খেতে পায়নি। বহু শ্রমিক না খেয়ে মারা গেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রমিকদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শ্রমিকদের বেতন-ভাতা তিনগুণ বাড়িয়ে দিয়েছেন। মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। দেশে এখন আর কোনো মন্দা নেই। শ্রমিক অসন্তোষ নেই। বর্তমান সরকার শ্রমিকদের বাসস্থান নিশ্চিতে কাজ করছে। পাশাপাশি শ্রমিকদের উন্নয়নেও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করলে আপনারা আরও বেশি উন্নয়ন পাবেন।’
জাতীয় শ্রমিকলীগ কাঞ্চন-মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাবের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক মতিউর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোহাম্মদ এমায়েত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহমান লিটু প্রমুখ।
সারাবাংলা/পিটিএম