Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনীতিতে পরাজিত বিএনপি অর্থনীতিতে আগুন জ্বালাতে চায়’

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৩ ২০:২৯

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতিতে পরাজিত। এখন তাদের টার্গেট অর্থনীতি। নব নব কৌশলে তারা অর্থনীতিতে আগুন জ্বালাতে চাচ্ছে।

সোমবার (১ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শ্রমিক লীগ ঐক্যবদ্ধ। এই ঐক্যে যেন চিড় না ধরে। এই ঐক্যকে আরও দৃঢ় করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনে পরাজিত, নির্বাচনে এলে দেখা যাবে কত ধানে কত চাল। সিটি নির্বাচনেও দেখবেন ঘোমটাপরা প্রার্থী। বাইরে দেখাবে আমাদের প্রার্থী নেই, তলে তলে এগুলো তারেক জিয়ার প্রার্থী।’

বিএনপির আন্দোলন সম্পর্কে কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন মানুষ বুঝে গেছে। এসব ভুয়া, ২৭ দফা ভুয়া। যারা গণ আন্দোলনই করতে পারেনি তারা গণ অভ্যুত্থান কীভাবে করবে। বিএনপি পথহারা পথিকের মতো দিশেহারা।’

মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘লুটপাটের হাওয়া ভবন, মাগুরা মার্কা নির্বাচন, প্রহসনের নির্বাচনে বাংলাদেশের মানুষ ফিরে যাবে না। এদেশের মানুষ অর্থপাচারকারীর কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে না।’

কাদের বলেন, ‘৫২ দল, ১২ দল, ১৪ দল, একবার শুনি ২৭ দফা, মানববন্ধন, এরপরে গোলাপবাগে গরুর হাঁটে গিয়ে হোঁচট খেয়ে আর দাঁড়াতে পারেনি।’

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর সম্পর্কে তিনি বলেন, ‘যারা এই সফরের বিরুদ্ধে কথা বলে তাদের কিছু বলার নেই। তারা হিংসার আগুনে জ্বলে। পদ্মা সেতুর জ্বালা, মেট্রোরেলের জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, ১০০ রাস্তার জ্বালা তাদের।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের গুরুত্ব যারা বোঝে না, তারাই বঙ্গবন্ধুকন্যার এ সফর নিয়ে কটাক্ষ করছে। শেখ হাসিনা দেশ বিক্রি করতে যাননি, তিনি গিয়েছেন দেশের উচ্চতা বাড়াতে। শেখ হাসিনা নিজের জন্য বিদেশে যাননি। তিনি বিদেশে গেছেন আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে। তিনি বিদেশে গেছেন বাংলাদেশের সাধারণ মানুষ আজ যারা দ্রব্যমূল্য বৃদ্ধিতে কষ্ট পাচ্ছে, এই সাধারণ মানুষকে বাঁচাতে।’

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

সারাবাংলা/আরএফ/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর