Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টা ডিউটি থেকে পরিত্রাণ চায় প্রাথমিকের প্রহরীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৩ ১৬:৩৭

ঢাকা: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দফতরি কাম প্রহরীদের বাধ্যতামূলক ২৪ ঘণ্টা ডিউটি থেকে মুক্তি দেওয়াসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি।

সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

দফতরি কাম প্রহরীদের তিনটি দাবি হচ্ছে- চাকরি জাতীয়করণ করা। ২৪ ঘণ্টা নয়, মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী স্কুল টাইম ডিউটির পরিপত্র জারি করা। বেতন ভাতা বৃদ্ধি ও উৎসব ভাতা চালু করা।

মানবন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি ঢাকা বিভাগের সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীরা মানবতার জীবনযাপন করছি। পৃথিবীর কোথাও নেই যে ২৪ ঘণ্টা ডিউটি করতে হবে। দিনে স্কুলের দফতরির কাজ করতে হচ্ছে এবং রাতে পাহারা দিতে হচ্ছে। বিগত ১০ বছর যাবৎ আমরা এ ডিউটি করছি। পাশাপাশি দুই ঈদের কোনোটাতেই আমরা উৎসব বোনাস পাইনি।’

তিনি আরও বলেন, ‘শুধুমাত্র স্কুল টাইমে আমরা ডিউটি করব- হাইকোর্টের এমন নির্দেশ থাকলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে না। রাতে বিদ্যালয় পাহারা দেওয়ার সময় যদি কোনো ধরনের চুরি হয় তাহলে তার সম্পূর্ণ দায়ভার আমাদের নিতে হয়। বছরে আমাদের কোনো ছুটি নেই। এমনকি যেদিন স্কুল বন্ধ থাকে সেই শুক্রবারও আমাদের ডিউটি করতে হয়। বেতন ঠিকমতো দিলেও আমরা কোনো ধরনের উৎসব ভাতা পাচ্ছি না। তাই দাবি আদায়ের জন্য আজ আমরা রাজপথে নেমেছি।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধন কান্ত বারই, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক শ্রী রুবেল প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টপ নিউজ প্রহরী প্রাথমিক বিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর