Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাখালীর তুলাতলি বস্তিতে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১ মে ২০২৩ ১৩:৫৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর রাজাখালী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বস্তির ১৮ থেকে ২০টি বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (১ মে) সকালে নগরীর বাকলিয়া থানার জামাইবাজারের তুলাতলি বস্তিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুলাহ সারাবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে দশটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার ও নন্দনকানন ফায়ার স্টেশন থেকে দুইটি করে মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই আগুন নেভানোর কাজ শুরু করে। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ১৮ থেকে ২০টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলতে পারবো।’

এদিকে গ্যাসের থেকে আগুনের সূত্রপাত দাবি করে স্থানীয় বাসিন্দা মো. নূর সারাবাংলাকে বলেন, ‘এখানে ৫০০টির মতো ঘর আছে। গ্যাসের থেকে আগুনের সূত্রপাত। এরপর সঙ্গে সঙ্গে স্থানীয়রা বিভিন্ন জায়গা থেকে পানি এনে আগুন নিভানোর কাজ করে। পরে ফায়ার সার্ভিস এলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে ৫০টিরও বেশি বসতবাড়ি পুড়েছে বলে দাবি তার।’

সারাবাংলা/আইসি/এমও

অগ্নিকাণ্ড টপ নিউজ তুলাতলি বস্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর