Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের

সিনিয়র করেসপন্ডেন্ট
১ মে ২০২৩ ১২:২৭ | আপডেট: ১ মে ২০২৩ ১২:৩১

ঢাকা: ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন।

সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে- ন্যূনতম জাতীয় মোট মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করা, ৮ ঘণ্টা কর্মদিবস ও অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা, ধর্মঘট নিষিদ্ধের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার হরণ না করা ইত্যাদি।

এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে সংগঠনটি একটি মিছিল বের করে।

সারাবাংলা/ইএইচটি/এমও

ন্যূনতম মজুরি শ্রমিক-কর্মচারী ফেডারেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর