Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৩ ১৫:২৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৬:৪৩

ঝিনাইদহ: ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ এপ্রিল) ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রেজাউল ইসলাম পাঠান, মিলন ও মধু মল্লিক।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন র‌্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভালবার, ৪০ রাউন্ড গুলি ৫টি দেশীয় অস্ত্র, একসেট পুলিশের পোশাক, ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করে। সে সময় র‌্যাব আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষি প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর কারাদণ্ড দেন।

আসামিদের মধ্যে রেজাউল ইসলাম পাঠান পলাতক রয়েছে।

সারাবাংলা/এমও

অস্ত্র মামলা কারাদণ্ড ঝিনাইদহ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর