শাকিব খানের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
৩০ এপ্রিল ২০২৩ ১৪:৫৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৭:০৫
ঢাকা: আলোচিত চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে এইবার শতকোটি টাকার মানহানি মামলা করেছেন প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহ।
রোববার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে এই মামলার আবেদন জমা দেন তিনি। এসয়ম আদালত মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে তারিখ ধার্য করেছেন।
এর আগে গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন প্রযোজক মোহাম্মদ রহমত উল্লাহ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
এরপর গত ২৩ মার্চ চাঁদাদাবি, হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা করেন নায়ক শাকিব খান। এরপর ২৭ মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন শাকিব খান। মামলার অভিযোগের বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
সারাবাংলা/এআই/ এনইউ