Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোনয়নপত্র বাতিলের পর যা বললেন সাবেক মেয়র জাহাঙ্গীর

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৩ ১২:৩৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৫:১৩

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার (৩০ এপ্রিল) সকালে শহরের বঙ্গতাজ অডিটোরামে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।

রোববার (৩০ এপ্রিল) দুপুর ১২টায় স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম সারাবাংলাকে বলেন, ‘আমি ব্যাংক থেকে কোনো ঋণ নিইনি। একটা বিদেশি ব্যাংকের এক গ্রাহকের ঋণের গ্যারান্টার ছিলাম। সেই ঋণ পরিশোধ হয়েছে। তা কাগজপত্রেও দেখানো হয়েছে। অথচ ব্যাংকের প্রতিবেদনে নাম দেখিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আপিল করবো।’

তিনি আরও বলেন, ‘যেই ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল হয় সে ঋণ পরিশোধ কর হয়েছে। ঋণ পরিশোধের বিষয়টি ব্যাংক কর্মকর্তারাও নির্বাচন কর্মকর্তাকে নিশ্চিত করেছেন।’

অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম সাংবাদিকদের বলছেন, ‘যেহেতু বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে তিনি ঋণখেলাপি সেজন্য তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।’

তবে নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮৯ জন মনোয়নয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। আজ তা চূড়ান্তভাবে যাচাইবাছাই চলছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩ এপ্রিল গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি ,১২ জুন খুলনা ও বরিশাল সিটি এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর মধ্যে গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল আজ ২৭ এপ্রিল। মনোনয়নপত্র যাচাইবাছাই হবে ৩০ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২ থেকে ৪ মে, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ মে, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ মে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। আগামী ২৫ মে ইভিএমে ভোটের মাধ্যমে তারা আগামী দিনের মেয়র বাছাই করে নেবেন।

আরও পড়ুন: স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল

সারাবাংলা/জিএস/এমও

মনোনয়নপত্র বাতিল সাবেক মেয়র জাহাঙ্গীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর