Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নেতারা এমপি হলে কথা শুনবে না, তাই তারেক নির্বাচনে যেতে চায় না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ২২:৫২

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, লন্ডনে পলাতক তারেক রহমান চায় না বিএনপি নির্বাচন করুক। কারণ, বিএনপি নির্বাচনে গেলে কিছু নেতা এমপি হয়ে যাবেন। তখন তারা আর তারেকের কথা শুনবেন না। তার চেয়ে ভালো তারেক বসে বসেই শত, শত কোটি টাকা ইনকাম করছে। আবার সুযোগের অপেক্ষায় আছে দেশে এসে একটা কোপ মারার। একবার ক্ষমতায় যেতে পারলে তারেক রহমান লুটপাট করে সব লন্ডনে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ এপ্রিল) রাতে নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রাম-৯ আসনের কোতোয়ালি থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় উপমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির মানুষের জন্য কিছু করার মানসিকতা নেই মন্তব্য করে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মানুষকে বোঝাতে হবে যে, শেখ হাসিনা সরকার আছে বলেই আপনারা সব পাচ্ছেন। আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কিছুই পাওয়া যাবে না। করোনার সময় বিএনপি নেতারা বাকলিয়ায় খাদ্যসামগ্রী দেবেন, সেটা আমাদের কিছু নেতাকর্মী আমাকে জানাল। আমি বললাম, দিলে দিক। অন্তত কিছু মানুষ তো সাহায্য পাবে। পরে দেখলাম তারা পাঁচ/সাতটা প্যাকেট এনে দেওয়ার ছবি তুলে নিউজ করছে, ফেসবুকে দিচ্ছে।’

‘তারা আসলে দিতে আসেনি, তারা সাধারণ মানুষকে নিয়ে তামাশা করতে এসেছে। বিএনপি শুধু লুটপাট কীভাবে করবে সেই চিন্তায় থাকে। বিএনপির ছোট ছোট মিটিংয়েও দেখা যায়, তারা প্যাকেট বিরিয়ানি খাওয়াচ্ছে। এই বিরিয়ানির টাকা তারা কোথায় পাচ্ছে? আওয়ামী লীগ টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পরেও মিটিংয়ে বিরিয়ানি খাওয়াতে পারে না।’

বিএনপিকে অরাজকতা করার জন্য অনেকে টাকা বিনিয়োগ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘মানুষকে বুঝাতে হবে বাংলাদেশকে কি আপনারা আফগানিস্তান বানাতে চান? যদি বাংলাদেশকে আফগানিস্তান না বানাতে চান এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত করতে চান তাহলে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

অরাজকতা ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে উপমন্ত্রী নওফেল বলেন, ‘কিছুদিন পরেই ঈদুল আজহা আসছে। তার আগে-পরে ষড়যন্ত্রকারীরা ফের মাঠে নামবে। বিএনপি-জামাত ফের অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তাদের এই অরাজকতা দমন করতে ও উপযুক্ত জবাব দিতে আপনাদের প্রস্তুত থাকতে হবে। তাদের রাজপথে কীভাবে মোকাবিলা করবেন সেই সাংগঠনিক নির্দেশনা ভারপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ নগর আওয়ামী লীগের নেতারা দেবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আগামী ঈদুল ফিতর হবে জাতীয় সংসদ নির্বাচনের পর। আমরা আবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই। আওয়ামী লীগের কর্মী হিসেবে আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে, সেটা হচ্ছে আমাদের নেত্রী যে উন্নয়ন করছেন সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরা। মন্ত্রী, মেয়র, সাংসদ, কাউন্সিলর যে যা-ই কিছু করুক না কেন, শুধু একজন শেখ হাসিনার কারণেই সেটা সম্ভব হচ্ছে। শেখ হাসিনা দিচ্ছেন বলেই আমরা দিতে পারছি।’

‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বয়স্ক ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন, শিক্ষার্থীদের মায়ের মোবাইলে উপবৃত্তির টাকা দিচ্ছেন, ক্যানসার রোগী, কিডনি রোগীদের সাহায্য দিচ্ছেন এই তথ্যগুলো আপনাদের সংগ্রহ করতে হবে এবং প্রচার করতে হবে। চট্টগ্রামে ১০ লাখ টিসিবি কার্ডের মাধ্যমে ভর্তুকি দিয়ে পণ্য দেওয়া হচ্ছে। আপনাদের খবর রাখতে হবে কারা এর সুফল ভোগ করছে। তাদের বোঝাতে হবে, এটা শেখ হাসিনা দিচ্ছেন। ১০ লাখ পরিবারে কমপক্ষে দুজন করে হলেও ২০ লাখ ভোট আছে। সেই ভোট আমাদের নৌকায় নিশ্চিত করতে হবে। আর যদি করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা।’

নগরীর সদরঘাটে ফোরস্টার ক্লাবে কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল ও জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহরলাল হাজারী, আলকরণ ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব চৌধুরী, পাথরঘাটা ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আশফাক আহম্মদ, ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ এবং আন্দরকিল্লা ওয়ার্ডের সাধারণ সম্পাদক লায়ন আশীষ ভট্টাচার্য।

এদিন সন্ধ্যায় উপমন্ত্রী নগরীর সদরঘাট ক্লাব ৭১ এ সদরঘাট থানা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল নগরীর বাকলিয়া থানা ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় যোগ দেন। বাকলিয়ার আহাদ কনভেনশন হলে থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইছাকের সভাপতিত্বে এবং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সভাপতি আহম্মেদ ইলিয়াসের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর