Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূবাইলে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ২২:৩৪

গাজীপুর: গাজীপুর মহানগরীর মীরেরবাজার থেকে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) বিকাল চারটায় গাজীপুরের পূবাইল থানাধীন মীরেরবাজার এলাকায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. তাইফুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৩ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহ্নত উত্তরা পরিবহনের একটি বাস জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উত্তরা পরিবহনের ড্রাইভার ময়মনসিংহ জেলার রামভদ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আমিনুল ইসলাম (২৯) ও হেলপার নরসিংদী জেলার পুটিয়া গ্রামের সুনিথ দেবনাথের ছেলে সজিব দেবনাথ (২২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, ঢাকামুখী উত্তরা পরিবহনের একটি বাসে গাঁজা নিয়ে গাজীপুরে আসছে এমন সংবাদের ভিত্তিতে পূবাইলের মীরেরবাজারে ট্রাফিক পুলিশ অভিযান চালায়। পরে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং আসামীদেরকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহ্নত বাসও জব্দ করা হয়েছে।

সারাবাংলা/একে

গাঁজা পূবাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর