Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে ‘অস্ত্রবিরতিতেও’ চলছে লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৩ ১৬:৫১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৭:৩৫

সুদানে ক্ষমতার লড়াই গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। অস্ত্রবিরতি সত্ত্বেও দুই পক্ষই ভারী অস্ত্রের ব্যবহার করছে।। শনিবার (২৯ এপ্রিল) রাজধানী খারতুমে বিমান হামলা, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ও আর্টিলারির শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন।

গত ১৫ এপ্রিল সুদানের রাজধানীতে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু হয় দেশটির আধাসামরিক বাহিনী আরএসএফ-এর। সুদানের সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। আর আধাসামরিক বাহিনীর নেতৃত্বে জেনারেল মোহাম্মদ দাগালো।

বিজ্ঞাপন

সংঘর্ষে কমপক্ষে ৫১২ জন সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪২০০। তবে জাতিসংঘ মনে করছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

দুই সামরিক শক্তির সংঘর্ষে সুদান ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। ইতিমধ্যে প্রায় ৭৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

রণক্ষেত্র সুদানজুড়ে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধদুর্গতদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর রাস্তা নির্বিঘ্ন করতে শুক্রবার ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে তাতে লড়াই থামেনি। দুই পক্ষেই সহিংসতার জন্য একে অপরকে দায়ী করছে।

সারাবাংলা/আইই

সুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর