Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণফোরাম-পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৩ ১৪:৫৯

ঢাকা: সরকার হটানোর যুগপৎ আন্দোলনের কর্মকৌশল ঠিক করতে গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি লিয়াজোঁ কমিটির সঙ্গে এই বৈঠক হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চলমান যুগপৎ আন্দোলনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, বেগবান করা যায়, আন্দোলনের ফলাফল জনগণের কাছে নিয়ে যাওয়া যায়, আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের কী কী কর্মসূচি হতে পারে, আন্দোলনের গতি-প্রকৃতি কী হতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘দেশের মুক্তিকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে। আন্দোলনের প্রয়োজনীয় কর্মসূচি দরকার। সেটা আমরা আলোচনা করেছি। সেভাবে আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। যুগপৎ আন্দোলনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে চলছি। বিজয় না আসা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।’

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘চলমান আন্দোলন জোরদার করার জন্য আজকে বিএনপির নেতাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। মানুষের প্রচুর সমর্থন আমাদের প্রতি আছে। এই সরকারের কার্য্কলাপ যেমন ঋণ খেলাপি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি একটা মহামারি আকার ধারণ করেছে। এর থেকে পরিত্রাণ মানুষ চায়। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা সফল হব।’

বিজ্ঞাপন

বৈঠকে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রনো উপস্থিত ছিলেন।

বিএনপির লিয়াজোঁ কমিটিতে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সারাবাংলা/এজেড/এমও

গণফোরাম পিপলস পার্টি বিএনপি বিএনপির বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর