প্রধানমন্ত্রী দেন-দরবার করতে গেছেন: রিজভী
২৯ এপ্রিল ২০২৩ ১৪:৪৮
ঢাকা: ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিদের সঙ্গে দেন-দরবার করতে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান এম এ মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা আয়োজন করে ‘এম এ মান্নান স্মৃতি পরিষদ’।
প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী ১৫ দিনের সফরে দেশ ছাড়লেন। ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের সঙ্গে দেন-দরবার করতে গেছেন। তিনি দেশের সম্পদ বিক্রি করে আবারও ক্ষমতায় থাকতে চান। দেশের মানুষ তা মেনে নেবে না।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি (প্রধানমন্ত্রী) গ্যারান্টি চান। আবার দিনের ভোট রাতে করার নিশ্চয়তা চান। কারণ, আপনি জানেন- জনগণ আপনাকে ভোট দেবে না। শুধু ক্ষমতার স্বার্থে দেশ বিকিয়ে দিলে জনগণ আপনাকে ক্ষমা করবে না।’
রিজভী আরও বলেন, ‘আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নীরব, আব্দুল মোনায়েম মুন্নাসহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে সরকার মনে করছে তাদের শেষ রক্ষা হবে। কিন্তু এবার আর তা হবে না। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের লাল বাতি জ্বলে গেছে।’
সারাবাংলা/এজেড/এমও